ক্রিম
তৈরি করতে যা লাগবে।
১)-একদম
বিশুদ্ধ নারিকেল তেল ১/২
কাপ (ঘরে তৈরি হলে
ভালো)
২)-১
টেবিল চামচ তরল ভিটামিন
ই (ক্যাপসুল কিনে ভেতরের তরল
বের করে নেবেন)
৩)-কয়েক
ফোঁটা ল্যাভেনডার এসেনশিয়াল অয়েল ( বিদেশী কসমেটিক্সের
দোকানে পাবেন। বা
দোকানে বললে তাঁরা এনে
দেবে। এসেনশিয়াল
অয়েলের দাম একটু বেশী
মনে হলেও এক বোতল
দিয় অনেক বার ক্রিম
তৈরি করতে পারবেন।
তাই খরচ একদম বেশী
হবে না)।
তৈরি ও ব্যবহার প্রণালি।
এই সমস্ত উপাদান একত্রে
মিশিয়ে নিন। তারপর
কাচের কৌটায় ভরে ফ্রিজে
রেখে দিন। সূর্যের
আলো লাগতে দেবেন না।


